Halcón

Slowly descending into madness
Ad 2:
Try a free new dating site? Wiex dating
2022-04-22 07:40:51 (UTC)

:(((

রাগের মাথায় আনফ্রেন্ড করে দিয়ে নিজেই প্যারা খাচ্ছি। এত রাগ করাটা ঠিক হয় নাই। কিন্তু কি করব আর। দুনিয়ার সবকিছু কি বাজে ভাবে ট্রিগার করতেসে যে একেকটা টাইমে ব্লাড প্রেশার বেড়ে চোখে কম দেখি xD

মিস করি, টেক্সট করতে চাই না ফোনে, জালাইতে মন চায় কিন্ত রাগাইতে মন চায় না। ভালোবাসি বলেই দূরে থাকি।

দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহডোরে বাঁধিব ।
বাঁধন-বিহীন সেই, যে বাঁধন অকারণ।

ভাল্লাগেনা আর, কাজ শুরু করা লাগবে, মন পরে থাকে অন্যদিকে।


Ad:2